Edit Content
স্বত্ব © ২০২২ স্কিলএইড বাংলাদেশ কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত । কারিগরি সহায়তায় গিকি ডিজিটাল
Advertisement
Advertisement
  1. Home
  2. »
  3. ক্যারিয়ার
  4. »
  5. লিংকডইনে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি

লিংকডইনে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি

September 12, 2022

অনলাইনে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির জন্য যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি প্ল্যাটফর্ম হচ্ছে লিংকডইন। আপনি যদি অনলাইনে নেটওয়ার্কিং তৈরির মাধ্যমে ক্যারিয়ারে সুবিধা পেতে চান তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে লিংকডইন আপনাকে বেশি মাইলেজ দিতে পারে। কারণ লিংকডইন তৈরিই করা হয়েছে মূলত প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি জন্য।

লিংকডইনে আপনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সহকর্মী ও অন্য প্রতিষ্ঠানের কর্মীদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মটিতে সবাই কাজ নিয়েই আলোচনা করেন। তাই লিংকডইন থেকে বিভিন্ন কাজের সুযোগ ও নতুন চাকরির অফারও পাওয়া যেতে পারে। লিংকডইনে যথাযথভাবে নিজের প্রোফাইল তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা এবং প্রয়োজনীয় কাজের সন্ধান করা আপনার ক্যারিয়ারের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।

অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় লিংকডইনে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি কেন

আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে লিংকডইন একটি প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির জায়গা। এখানে সবাই তাদের বিভিন্ন কাজ, ট্রেনিং, অর্জন ও অন্যান্য প্রফেশনাল বিষয়গুলো শেয়ার করে থাকেন। পত্রিকা বা কোন অনলাইন জব পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে আপনি যেই সিভি বা রেজ্যুমে পাঠান সেখানে আপনার ব্যক্তিত্ব, মন-মানসিকতা বা রুচি বোঝার তেমন কোনো সুযোগ থাকে না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে লিংকডইনকে প্রাধান্য দেন। কারণ, আপনার প্রোফাইলে ঢুকলে তারা আপনার কাজ-কর্ম, পার্সোনালিটি ও রুচি সম্পর্কে একটি ভালো ধারণা পান। তাই অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে লিংকডইনে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

লিংকডইনে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির উপায়

লিংকডইনে অনেকভাবেই আপনার প্রফেশনাল নেটওয়ার্ক সুন্দরভাবে তৈরি করতে পারেন। তার মধ্যে কয়েকটি বিষয় নিচে উল্লেখ করা হলো:

লিংকডইনে সব তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করা

আপনার লিংকডইন প্রোফাইলটি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। যদি আপনি প্রাইভেট মুড চালু না রাখেন তাহলে পাবলিক অবস্থায় আপনার প্রোফাইলটি লিংকডইনের সব ব্যবহারকারীরা দেখতে পারেন এবং আপনি চাইলে বাইরের সার্চ ইঞ্জিন থেকেও আপনার প্রোফাইলটি পাওয়া যায় সেই ব্যবস্থাও করে রাখতে পারেন। এতে করে লিংকডইনের ব্যবহারকারী ছাড়াও যে কেউ আপনাকে খুঁজে পাবে। সব তথ্য দিয়ে প্রোফাইল কমপ্লিট করুন। কারণ কমপ্লিট প্রোফাইলগুলো সার্চ করলে আগে পাওয়া যায়। তাই আপনার প্রোফাইলটি কমপ্লিট করা খুবই গুরুত্বপূর্ণ।

লিংকডইন প্রোফাইল তৈরির সময় আপনি নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন:

  • লিংকডইনে ভালো মানের ফরমাল ছবি ব্যবহার করুন। যেখানে আপনাকে প্রফেশনাল দেখাবে এবং আপনার চেহারা স্পষ্টভাবে দেখা যাবে। অনেকেই বাজে কোয়ালিটির ছবি আপলোড করেন যেখানে চেহারায় স্পষ্টভাবে বুঝা যায় না। অনেকেই আবার ফেসবুকের মত ইনফরমাল ছবি ব্যবহার করেন। যা করা উচিত নয়।
  • আপনার একাউন্টে একটি ভালো ব্যাকগ্রাউন্ড ছবি (ব্যানার বা কভার ফটো) যোগ করুন। ছবিটির মাধ্যমে যেন আপনার ব্যক্তিত্ব ও কাজের বহিঃপ্রকাশ ঘটে।
  • আপনার একাউন্টের হেডলাইনে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বর্তমানে কোন পদ/দায়িত্বে আছেন, বিশেষ কোন স্বীকৃতি থাকলে তা উল্লেখ করুন যেন সবাই খুব সংক্ষেপে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পেতে পারেন। কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তাও প্রদর্শন করাতে পারেন।
  • আপনার প্রোফাইলের About সেকশনে খুব সুন্দরভাবে এবং সুনির্দিষ্টভাবে আপনার সম্পর্কে সংক্ষেপে লিখুন। যেন এটি পড়লে যে কেউ আপনার সম্পর্কে সহজেই সবকিছু জানতে পারেন। চেষ্টা করবেন শুদ্ধ ইংরেজিতে সবকিছু গুছিয়ে লিখতে।
  • এরপর আপনি চাইলে একটি ফিচার সেকশন যোগ করতে পারেন যেখানে আপনি আপনার বেশী গুরুত্বপূর্ণ পোষ্টগুলোকে ফিচার করে রাখতে পারেন। কারণ যখন আপনি নিয়মিত পোস্ট করতে থাকেন তখন আপনার আগের পোস্টগুলো অনেক নিচের দিকে চলে যায় যা হয়তো অনেকের চোখে নাও পরতে পারে। কিন্তু আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ পোস্টগুলো ফিচার করে রাখেন তাহলে যারা আপনার প্রোফাইল ভিজিট করবেন তারা খুব সহজেই সেগুলো খুজে পাবেন এবং দেখতে পারবেন। এখানে আপনি আপনার বিশেষ অর্জনগুলো বা এক্সক্লুসিভ কাজের পোস্টগুলো ফিচার করে রাখতে পারেন। এটি আপনার ভালো ইমেজ তৈরিতে বিশেষভাবে সহায়ক হবে।
  • এক্সপেরিয়েন্স সেকশনে আপনার কাজের অভিজ্ঞতার কথাগুলো সুন্দরভাবে উল্লেখ করুন। কোন কোন প্রতিষ্ঠান কাজ করেছেন, কোন পদে কত দিন কাজ করেছেন, সেখানে আপনার কাজের দায়িত্ব কী ছিল, ফুল-টাইম না পার্ট-টাইম কাজ করেছেন সবকিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন।
  • এডুকেশন সেক্টরে আপনি কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোন বিষয়ের কত সালে পাশ করেছেন সবকিছু স্পষ্টভাবে লিখুন।
  • লাইসেন্স ও সার্টিফিকেশন সেকশনে আপনার উল্লেখযোগ্য সার্টিফিকেট এবং লাইসেন্সগুলোর কথা উল্লেখ করুন।
  • স্কিলস ও এন্ডোর্সমেন্ট সেকশনে আপনার স্কিল ও এন্ডোর্সমেন্টগুলো লিপিবদ্ধ করুন।
  • অ্যাকম্প্লিশমেন্ট সেকশনে আপনার যদি কোন পাবলিকেশন থাকে বা ভাষাগত দক্ষতা থাকে সেটি উল্লেখ করুন।
  • রেকমেন্ডেশন সেকশনে বিশিষ্টজনদের কাছ থেকে আপনি আপনার জন্য রেকমান্ডেশন নিতে পারেন।
  • কন্টাক্ট সেকশনে আপনার সাথে যোগাযোগ করার তথ্য দিয়ে রাখুন।

অন্যদের সাথে প্রয়োজনে যোগাযোগ করা

লিংকডইনে যখন আপনি আপনার নেটওয়ার্কে বিভিন্ন লোকজনের সাথে যুক্ত হবেন, তখন আপনি মেসেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে আপনার অতিরিক্ত টেক্সট বা অপ্রাসঙ্গিক কথাবার্তা যেন অপরপক্ষের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায় সেই ব্যাপারটি মাথায় রাখবেন। আপনি যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে কারো সাথে যোগাযোগ করতে চান তাহলে খুব অল্প কথায় সুন্দরভাবে পুরো বিষয়টি লিখে তাকে জানান। অপ্রয়োজনীয় কথাবার্তা বলে অন্য সময় নষ্ট করে নিজের গ্রহণযোগ্যতা কমাবেন না।

রেকমেন্ডেশন ও এনডোর্সমেন্ট নেওয়া ও দেওয়া

আপনার নেটওয়ার্কে থাকা লোকজনের কাছ থেকে আপনি রেকমেন্ডেশন এবং এনডোর্সমেন্ট নিতে পারেন এবং দিতেও পারেন। রেকমেন্ডেশন নেওয়ার জন্য আপনি আপনার সিনিয়র সহকর্মী, শিক্ষক বা আপনার কাজ সম্পর্কে অবগত আছেন তাদের জানাতে পারেন। যারা সুনির্দিষ্টভাবে আপনার কাজের কথা উল্লেখ করতে পারবেন। একইভাবে, আপনিও প্রয়োজনে অন্যদের রিকমেন্ডেশন দিতে পারেন।
অন্যদিকে, এনডোর্সমেন্ট নেওয়ার মাধ্যমে আপনার কোন স্কিলগুলো আছে সে বিষয়টি আপনি সবার নজরে আনতে পারেন। একইভাবে, আপনিও অন্যের স্কিলগুলো এনডোর্স করে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
0 item
My Cart
Empty Cart