স্কিলএইড বাংলাদেশের সেবা গ্রহণের জন্য আপনাকে নিম্নবর্ণিত সকল নিয়মনীতি ও শর্তাবলী মেনে নিতে রাজি থাকতে হবে:
১। একটি ইমেইল আইডি দিয়ে কেবল একটি অ্যাকাউন্টের নিবন্ধন করা যাবে।
২। একটি অ্যাকাউন্ট শুধু একজনই ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য ব্যবহারকারী নিজেই দায়ী থাকবেন।
৩। নিবন্ধনের সময় নির্ভুল এবং আপডেটেড তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদান এবং নীতিমালার বহির্ভূত কিছু করলে কর্তৃপক্ষ অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতা রাখে।
৪। যেকোন কোর্সে ভর্তির বা সেবা গ্রহণের আগে সে সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
৫। অপ্রাপ্তবয়স্ক হলে সার্ভিস গ্রহণের আগে অভিভাবকের অনুমতি নিতে হবে।
৬। পেমেন্ট করার আগে কোর্সের ও অন্যান্য সার্ভিসের মূল্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। পেমেন্ট সম্পন্ন করার পর কোন অভিযোগ বিবেচনা করা হবে না।
৭। কোনো আপত্তিকর বা বেআইনী কাজ করলে স্কিলএইড বাংলাদেশ কোন নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
৮। আমাদের ওয়েবসাইটে কোনো থার্ড পার্টির ওয়েবসাইট লিংক থাকলে তা আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। তাই এই সংক্রান্ত বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই।
৯। স্কিলএইড বাংলাদেশের লিখিত অনুমতি ছাড়া যেকোনো কনটেন্ট ব্যবহার করা বা পুনরায় ব্র্যান্ডিং করা পাইরেসি হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে ব্রা স্কিলএইড বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন – ২০১৮ এর অধীনে আইনী ব্যবস্থা নিতে পারে।
১০। স্কিলএইডের ডিজাইন, কনটেন্ট, লোগো, সার্ভিস মার্কসহ যাবতীয় কিছু স্কিলএইড বাংলাদেশের সম্পত্তি। স্কিলএইড বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এইসবের ব্যবহার কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।